কাস্টম রোবটস হেডার ট্যাগ হল এমন পদ্ধতি যার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনকে আপনার ব্লগে বিশেষ সেকশন বা বিভাগ সূচিতে অন্তর্ভুক্ত করা হয় না। এটা অনেকটা কাস্টম রোবটস.টেক্সট – এর মত মনে হলেও, এটি আসলে আরও ব্যাপক। এই যেমন আপনি যদি আপনার Homepage এর জন্য “Nofollow” ট্যাগ সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার হোমপেইজ তো বটেই, হোমপেইজের অন্তর্ভুক্ত কোন লিংক বা পেইজই আর সার্চ ইঞ্জিন গননা করবে না!
কাস্টম রোবটস হেডার ট্যাগ ব্যাবহার করব কারন, আপনার ব্লগের কিছু পেইজ বা লিংক যদি সার্চ ইঞ্জিন সার্চ-ইনডেক্স বা সার্চ-সূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে সমস্যা হতে পারে। যেমন আপনার ব্লগের আর্কাইভ পেইজ বা লেভেল সেকশন গুলো। এগুলো সার্চ ইঞ্জিনগুলো গ্রহন করলে, পরবর্তীতে সেগুলোর অন্তর্ভুক্ত পোস্টসমূহ ডুপ্লিকেট কনটেন্ট বা নকল লেখা হিশেবে সার্চ ইঞ্জিনের কাছে প্রতীয়মান হবে এবং আপনার সার্চ-র্যাংকিং অবনমনের মাধ্যমে এর শাস্তি দেওয়া হবে। অথচ, যেই ডুপ্লিকেট কনটেন্ট বা নকল পোস্টের অভিযোগ উঠেছে, সেটি কিন্তু আপনার ব্লগেরই পোস্ট। সুতরাং, এমন বিভ্রান্তি এড়াতে আমরা কাস্টম রোবটস হেডার ট্যাগ -এর সুষ্ঠু ব্যাবহার করব। কাস্টম রোবটস হেডার ট্যাগ এর মাধ্যমে আমাদের জন্য ব্লগের ক্ষতিকারক সেকশনগুলোকে সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখবে।
কিভাবে কাস্টম রোবট হেডার ট্যাগ আপনার ব্লগে এড করবেন ?
প্রথমে ব্লগের ড্যাশবোর্ডে জেতে হবে
ড্যাশবোর্ড থেকে ব্লগের Settings >> Search Preferences ›› Crawlers and indexing ›› Custom robots header tags ›› Edit ›› Yes – ক্লিক করুন।
এবার অনেকগুলো অপশন পাবেন। ঠিক মনোযোগ সহকারে হুবহু নীচের ছবিটির মত অপশনগুলোর পাশে টিক দিয়ে আসুন। দেয়ার পর দুই-একবার চেক করে দেখুন, ঠিক আছে কিনা।
কাস্টম রোবট টেক্সট এবং কাস্টম রোবট হেডার ট্যাগ আপনার ব্লগটিকে সার্চ ইঞ্জিন ফ্রেইন্ডলি করে গরে তুলতে সাহাজ্য করে । কিন্তু এই দুইটি ফাংশনের ভুল ব্যবহার আপনার ব্লগার ব্লগ এর জন্য ক্ষতিকারক হয়ে দারাতে পারে ।
ব্লগার তাজমুল
The post ব্লগার SEO টিপস : কাস্টম রোবট হেডার ট্যাগ জুক্ত করুন ব্লগার ব্লগে appeared first on Answerglobe.