ব্লগার ডটকম দিয়ে তৈরি ব্লগ বা ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো কাস্টম রবট টেক্সট ফাইল যুক্ত করা । কাস্টম রবট টেক্সট ফাইলের কাজ হলো ব্লগের বা সাইটের কন্টেন্ট গুলি গুগলে ইনডেক্স করা । কাস্টম রবট টেক্সট ফাইল ব্যবহার না করলেও আপনার সাইট গুগলে বা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে । তাহলে আপনি কাস্টম রবট টেক্সট কেনো যুক্ত করবেন আপনার ব্লগে
কাস্টম রবট টেক্সট আপনার ব্লগের বা সাইটের কন্টেন্ট গুলি গুগলে আটো ইন্ডেক্স করে । সার্চ ইঞ্জিন কে বলে আপনার ব্লগের কোন এবং কি কি কন্টেন্ট সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে । কাস্টম রবট টেক্সট আপনার পেইজ এবং ব্লগের পোস্ট গুলি আটোমেটিক গুগলে সাবমিট করবে । আর লেবেল , আরকাইভ , ডেমো পেইজ ইত্তাদি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে না
আপনার ব্লগটি যদি অনেক কন্টেন্ট সম্পুরন্য হয় । তা হলে আপনার কাস্টম রবট টেক্সট ব্যবহার করা উচিত
কাস্টম রবট টেক্সট আপনার ব্লগে যুক্ত করবেন কিভাবে ?
কাস্টম রবট টেক্সট ফাইল যুক্ত করতে আপনাকে আপনার ব্লগের ড্যসবোরড আপসনে গিয়ে সেটিং এ যেতে হবে । সেটিং থেকে Search preferences অপসনে যান এবং দেখুন
ছবিটিতে ডিসাব্লেড থাকা অপসনটি ইডিট করে নিচের দেয়া কোড গুলি কপি করে নিন এবং কোড গিলি পেস্ট করে দিন , সেভ করার আগে http://myblog.blogspot.com ইউয়ারেলটি পরিবর্তন করে আপনার ব্লগের ইউয়ারেল/ঠিকানা টি পেস্ট করে দিন , ব্যাস কাজ শেষ ।
User-agent: Mediapartners-Google
Disallow:
User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: http://myblog.blogspot.com/feeds/posts/default?orderby=UPDATED
আরো ভাল করে বুঝতে আমার ভিডিওটি দেখুন
The post ব্লগার SEO টিপস : ব্লগে যুক্ত করুন কাস্টম রোবট টেক্সট ফাইল appeared first on Answerglobe.