হ্যালো বন্ধু আমি তাজমুল , আজ আমরা জানব ব্লগার-এ বিভিন্ন ঝুকিপূর্ণ কাজের আগে কীভাবে টেমপ্লেট ব্যাকআপ নিতে হয়। ব্যাকআপ নেবার পর কীভাবে আবার সেটা ইন্সটল করতে হয় বা কীভাবে নতুন কাস্টম টেমপ্লেট ইন্সটল করতে হয়।
কেন টেমপ্লেট ব্যাকআপ রাখতে হয়?
কারন, আপনি যখন টেমপ্লেটে কোন কাজ করবেন, কোন কোড যোগ করবেন বা সম্পাদনা করবেন, তখন ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, মার্ক করতে গিয়ে ভুলে ডিলেট হয়ে যেতে পারে টেমপ্লেট-এর একটা অংশ। সেক্ষেত্রে আমি বলব কি-বোর্ডের Ctrl+Z বাটন টিপে দিতে। এর মাধ্যমে Undo করা যাবে যেকোন কাজ। সেটা হোক আপনার পোস্ট লেখার ক্ষেত্রে, কিংবা হোক টেমপ্লেট এডিট করার ক্ষেত্রে। তবে টেমপ্লেট ব্যাক-আপ রাখার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে টেমপ্লেট পরিবর্তন বা ইন্সটলের সময়। কারন আপনি যদি নতুন টেমপ্লেট ইন্সটল বা পরিবর্তন করেন, তাহলে উইজেট বা গ্যাজেট (যেগুলো Layout এ পাওয়া যায়) অক্ষুন্ন থাকলেও, টেমপ্লেটের ভেতর যদি কাস্টমাইজ বা এডিট করে থাকেন, তা আপনি আর পাবেন না। সেক্ষেত্রে এডিটিং গুলো আবার করতে হবে। এক্ষেত্রে টেমপ্লেট ব্যাকআপ রেখে দিলে আপনি এডিটিং টা আবার সহজে করতে পারবেন, ইন্টারনেটে এত খুঁজাখুঁজিও করতে হবে না! আবার নতুন টেমপ্লেট ইন্সটল বা পরিবর্তনের পর, আপনার কাছে মনে হতেও পারে এই নতুন টেমপ্লেটের চেয়ে আগেরটা ভালো ছিল! তখন যদি আগের টেমপ্লেট ব্যাকআপ করা না থাকে, তাহলে সব গেল হারিয়ে!
সুতরাং, নতুন টেমপ্লেট ইন্সটল বা পরিবর্তনের সময় কিংবা টেমপ্লেটে মেজর কোন এডিটিং-এর সময় আগের টেমপ্লেট ব্যাকআপ রাখা ভালো।
কীভাবে টেমপ্লেট ব্যাকআপ রাখবেন?
আসুন আমরা ধাপে ধাপে ব্যাপারটি আলোচনা করি। অত্যন্ত সহজ ও সংক্ষিপ্ত একটি প্রক্রিয়া।
প্রথমে আপনার ব্লগ ড্যাশবোর্ডে আসুন।
এবার ব্লগের Template – এ যান।
Template পেইজ হাজির হল। এই পেইজের ডানদিকে উপরে তাকান – Backup / Restore নামের একটি অপশন খুঁজে পাবেন। সেখানে ক্লিক করুন। না বুঝলে নীচের চিত্রের দিকে তাকান।
এবার একটি পপ-আপ ওপেন হবে। সেখানে নিম্নের চিত্রের মত Download Template – এ ক্লিক করলেই পুরোনো টেমপ্লেটের ব্যাকআপ ডাউনলোড হতে শুরু করবে।
![কীভাবে ব্যাকআপ-কৃত টেমপ্লেট বা নতুন কাস্টম টেমপ্লেট ইন্সটল বা আপলোড করবেন?]()
কীভাবে ব্যাকআপ-কৃত টেমপ্লেট বা নতুন কাস্টম টেমপ্লেট ইন্সটল বা আপলোড করবেন?
- একটু আগে আপনি যেই পদ্ধতিতে টেমপ্লেট ব্যাকআপ নিয়েছিলেন। ঠিক সেখানে আসুন। অর্থাৎ ড্যাশবোর্ড থেকে Template >> Backup / Restore – এ ক্লিক করুন। না বুঝলে উপরের এক নং চিত্র ভালো করে দেখুন।
- ক্লিক করর পর এবার একটি পপ-আপ খুলবে, যার ছবি আমি ২ নং চিত্রে দিয়েছি।
সেখানে দেখবেন টেনপ্লেট আপলোড করার জন্য Browse লেখা একটি আপলোডার দেওয়া আছে। সেখানে ক্লিক করুন। [দুই নং চিত্র ] - এবার ব্যাকআপ কৃত টেমপ্লেট বা নতুন কাস্টম টেমপ্লেটটি হার্ড ড্রাইভ থেকে বেছে নিতে বলবে, বেছে নিন।
তারপর ২ নং চিত্রের মত Upload বাটনে ক্লিক করুন!
ব্যাস! আপনি আপলোড করে ফেললেন সিলেক্টকৃত টেমপ্লেটটি!
কোন সমস্য থেকেই গেলে কমেন্ট করে জানাবেন , অথবা আমাকে ফেইছবুকে নক করতে পারেন ঃ http://facebook.com/Itazmul এই ঠিকানায় –
The post কিভাবে ব্লগার ব্লগের টেম্পলেট আপলোড/ব্যাকআপ এবং ইন্সটল করবেন appeared first on Answerglobe.