সাংবাদিকতার ওপর বিনামূল্যে কোর্স চালু করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। এই কোর্সে খবরের তিনটি মূল ভিত্তির মধ্যে রয়েছে:
কনটেন্ট খোঁজা,
খবর তৈরি ও
ভিউয়ার তৈরি।
ফেসবুক লাইভ, ৩৬০ ডিগ্রি ভিডিও, ইনস্ট্যান্ট আর্টিকেলসহ নানা কনটেন্ট তৈরি ও ফেসবুকে পোস্ট করা ইত্যাদি বিষয় শিখতে বিনা মূল্যে অনলাইন কোর্স করাবে ফেসবুক। আর এটিকে ‘নিউ মিডিয়া’ হিসেবে আখ্যায়িত করেছে ফেসবুক। ফেসবুকের এই কোর্স করতে চাইলে অবশ্যই ফেসবুক প্রোফাইল থাকতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টকে এক্সিড এলএমএস নামের থার্ড পার্টি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করতে হবে। এছাড়া আগ্রহীরা সিগন্যাল নামের একটি প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন, যা ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো জায়গা থেকে সংবাদ/কনটেন্ট তৈরিতে সহযোগিতা করবে।
ফেসবুকের এই সাংবাদিকতার অনলাইন কোর্স এর লিংক: https://www.facebook.com/facebookmedia/journalists
The post বিনামূল্যে সাংবাদিকতার কোর্স করুন ফেসবুকে appeared first on Answerglobe.