Quantcast
Channel: Answerglobe
Viewing all articles
Browse latest Browse all 778

গ্রাফিক ডিজাইনারদের জন্য দরকারীওয়েবসাইট লিঙ্ক

$
0
0

graphic-designer

আমরা যখন ডিজাইন করি আমাদের প্রচুর রিসোর্স এর দরকার পড়ে, ছবি, ব্যাকগ্রাউন্ড,টেক্সচার আরও অনেক কিছু, সব সময় গুগল এ সার্চ করি কিন্তু সব সময় মন মতো হয়ত পাই না, তাই কিছু গুরুত্বপূর্ণ ওয়েব সাইট এর খোঁজ খবর


১. http://www.textureking.com/ এই ওয়েব সাইট এ আপনি প্রচুর ফ্রী টেক্সচার পাবেন, যা আমাদের খুব প্রয়োজন, বিভিন্ন প্রিন্ট ডিজাইন এর ব্যাকগ্রাউন্ড এ আমাদের টেক্সচার প্রয়োজন, ওয়েব সাইটের ব্যাকগ্রাউন্ড ও টেক্সচার দেখা যায় আর এখন বিভিন্ন ডিজাইন এর মকআপ ডিজাইন করতে আমাদের টেক্সচার লাগে তাই এই ওয়েবসাইট খুব এ গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনি খুব সহজে ফ্রী টেক্সচার ডাউনলোড করে নিতে পারবেন।


২. http://graphicburger.com/ গ্রাফিক ডিজাইনার, UI ডিজাইনারদের জন্য চমৎকার একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি অনেক ফ্রী গ্রাফিক ডিজাইন রিসোর্স ডাউনলোড করতে পারবেন। মকআপ, আইকন, ব্যাকগ্রাউন্ড, টেক্সট এফেক্ট এবং আরও কিছু ডাউনলোড করতে পারবেন এবং যেগুলি দিয়ে আপনি অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন


৩. http://www.brusheezy.com আর একটা ওয়েবসাইট এর ঠিকানা, খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ডিজাইনার দের জন্য, আমরা যারা ফটোশপ এ ডিজাইন করি আমরা ব্রাশ ব্যবহার করি। ফটোশপ সেটআপ দেয়ার পর যে ব্রাশ থাকে সেগুলি একদম এ পর্যাপ্ত না, তেমন কিছু থাকে না বললে ই চলে। আপনি এই ওয়েবসাইট এ গিয়ে প্রছুর পরিমানে ব্রাশ ফ্রী ডাউনলোড করতে পারবেন। যেমন আপনি একটি ডিজাইন করবেন সেখানে আপনি ওয়াটার কালার জাতীয় কিছু দেখাতে চান। ওয়েব সাইট এ যান ” Water color” লিখে সারছ বক্স এ সার্চ দেন পেয়ে যাবেন ওয়াটার কালার জাতীয় বিভিন্ন ব্রাশ, ফ্রী ডাউনলোড করে ডিজাইন করা শুরু করে দিন। সার্চ বক্স আছে এই ওয়েবসাইট এ তাই নিজের প্রয়োজন অনুযায়ী সার্চ দিয়ে ব্রাশ খুজে বের করুন।


৪. https://kuler.adobe.com/create/color-wheel/ ডিজাইন করতে হলে তো কালার খুব ই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কালার ছাড়া তো ডিজাইন এর কথা চিন্তা ও করা যায় না, আর সে জন্য ডিজাইন করার সময় কালার নির্বাচন খুব ইম্পরট্যান্ট। এই ওয়েব সাইট আমাদের সব ধরনের কালার এর সমস্যার সমাধান করবে বলে আশা করছি। এখানে চলর হুইল আছে। আপনি কালার হুইল ঘুরিয়ে ঘুরিয়ে নিজের পসন্দ মতো কালার তৈরি করে নিতে পারবেন, সেই কালার এর RGB কোড এবং হেক্সা কোড পেয়ে যাবেন অথবা বিভিন্ন ধরনের কালার থিম ও পাবেন সেখানে সেখান থেকে আপনার ডিজাইন এর সাথে ভাল হয় এরকম কালার নির্বাচন করতে পারেন। ওয়েবসাইট এ যান একটু ঘাটাঘাটি করুন দেখেন চমৎকার লাগবে ওয়েবসাইটটি।


৫. http://www.pixeden.com এই ওয়েবসাইট এ আপনি গ্রাফিক ডিজাইন এর পাশাপাশি ওয়েব ডিজাইন এর উপাদান ও পাবেন, লোগো টেমপ্লেট পাবেন, বিজনেস কার্ড টেমপ্লেট পাবেন,মকআপ পাবেন,ওয়েব এর জন্য ওয়েব টেমপ্লেট, আইকন, থিম আরও অনেক কিছু আছে, দেখে আসতে পারেন, তবে এখানে সব ফ্রী না। ডাউনলোড দেয়ার আগে দেখে নিবেন ফ্রী নাকি কিনতে হবে।

আরো জানতে ক্লিক করুন এখানে- নোবেলসব্লগ

এখান থেকে আপনি এসইও ও অনলাইন সম্পর্কিত যাবতীয় সমাধান পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। 🙂

Save

The post গ্রাফিক ডিজাইনারদের জন্য দরকারীওয়েবসাইট লিঙ্ক appeared first on Answerglobe.


Viewing all articles
Browse latest Browse all 778

Trending Articles