তারহীন চার্জার থাকলে সুবিধামতো চার্জ দেওয়ার সুযোগ মেলে। এবার খুব সহজেই পারবেন নিজের চার্জারটিকে ওয়্যারলেস চার্জারে পরিণত করতে।
মোবাইল ফোনের চার্জিং নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। বাড়ির বাইরে থাকাকালীন ফোনের চার্জ শেষ হয়ে গেলে বিপাকে পড়তে হয়। অনেকে এই সমস্যার মোকাবিলা করতে সঙ্গে চার্জার নিয়ে ঘোরেন। কিন্তু সবসময় হাতের কাছে সুইচ বোর্ড না মেলায় বিশেষ চার্জারটি কাজে লাগে না। সেক্ষেত্রে খুব সুবিধা হয় যদি ওয়্যারলেস চার্জার থাকে সঙ্গে। তারহীন চার্জার থাকলে সুবিধামতো চার্জ দেওয়ার সুযোগ মেলে। এবার খুব সহজেই পারবেন নিজের চার্জারটিকে ওয়্যারলেস চার্জারে পরিণত করতে। কীভাবে তা করা সম্ভব? জেনে নিন—
প্রথমে জেনে নিন কী কী লাগবে এই কৌশলকে বাস্তবায়িত করতে—
১। সাধারণ মোবাইল অ্যাডাপ্টার/চার্জার
২। ইউএসবি ডেটা কেবল
৩। তামার তার
৪। ম্যাগনেট বা চুম্বক
৫। অ্যালুমিনিয়াম ফয়েল এবং
৬। ইলেকট্রিক টেপ বা ব্ল্যাক টেপ
এবার জেনে নিন কী করতে হবে—
১। ডেটা কেবল-এর দু’টি প্রান্তে একটু করে তার রেখে কাঁচি দিয়ে বাকি অংশটি কেটে বাদ দিন।
২। কেবল-এর রাবারের উপরের অংশটি কেটে তামার অংশটি বার করে নিন।
৩। অ্যাডাপ্টারের সামনের দিকের বাঁ দিকে চুম্বকটিকে বসিয়ে দিন।
৪। তারের খোলা অংশটিতে ব্ল্যাক টেপ লাগিয়ে দিন। তারপর সেটির উপরে তামার তার জড়িয়ে আর এক বার ব্ল্যাক টেপে লাগান। তারের দু’টি দিকেই এমনটা করুন।
৫। তারপর অ্যাডাপ্টারটি লাগান প্লাগ পয়েন্টে। আর ইউএসবি কেবলের অন্য অংশটি লাগান মোবাইলে। এবার সুইচ অন করলেই দেখবেন মোবাইল চার্জ হওয়া শুরু করে গিয়েছে।
The post কি ভাবে আপনার মোবাইল চার্জারটিকে ওয়্যারলেস চার্জারে পরিণত করবেন appeared first on Answerglobe.