অনেক মেয়েদের আইডিতে অহরহ ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। আর অনেক মেয়রা চায় না যে তাদের আইডিতে কোন রিকুয়েষ্ট আসুক । এক্ষেত্রে আপনি আপনার +Add as Friend বাটনটি হাইড / ডিসেবল করে রাখতে পারেন। এজন্য প্রথমে আপনাকে ফেইসবুকে লগইন করে হাতের বামে উপরে দেখুন তালার মতো একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। আরো ভালো করে বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ করুন।
তালার উপর ক্লিক করলে একটি মেনু ওপেন হবে সেখানে Who can contact me? লেখাতে ক্লিক করুন তারপর Who can send you friend requests? থেকে Friends of Friends করে দিন।ব্যাস আপনার কাজ শেষ আরো ভালো করে বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ করুন।
বি:দ্র:এক্ষেত্রে যারা আপনার ফ্রেন্ডলিষ্টে আছেন তাদের ফ্রেন্ডগন শুধু রিকুয়েষ্ট পাঠাতে পারবে । এছাড়া আর কেউ +Add as Friend বাটনটি দেখতে পারবে না।যেমন আপনার ফ্রেন্ড লিষ্টে আপনার কোন ফ্রেন্ড যদি থাকে তবেই আপনাকে রিকুষ্টে পাঠাতে পারবে। অথবা শুধু Subscribe বাটন দেখতে পারবে।এতে করে আপনি বেঁচে যাবেন অপরিচিতদের কাছ থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট আসা থেকে। যদি কখনো আবার মনে করেন যে না আপনার অপরিচিতদের ফ্রেন্ড রিকুয়েস্ট এর প্রয়োজন তাহলে সেই একি পদ্ধতিতে কাজ করতে হবে। শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানতে দিন ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা দেওয়ার মাধ্যমে আপনাকে তুলে ধরতে জানতে তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
The post ফেইসবুকের Add Friend বাটন হাইড করুন Subscribe বাটন রেখে** appeared first on Answerglobe.