Quantcast
Channel: Answerglobe
Viewing all articles
Browse latest Browse all 778

কিভাবে “WhatsApp” এর সকল তথ্য গুগল ড্রাইভে সেভ করবেন? সমাধান!

$
0
0
1305894691274684331

আপনি হয়তো আর সবার মতো নিয়মিত WhatsApp ব্যবহার করেন? তবে আপনি কি জানেন, যখন আপনার WhatsApp হ্যাক হবে তখন আপনি আপনি আপনার সকল ব্যক্তিগত তথ্য যেমন, ফোন কল, টেক্সট ম্যাসেজ, পিকচার, ভিডিও ইত্যাদি সব শেয়ার করা জিনিসপত্র আর কখনোই ফেরত পাবেন না?

এমন কোন পরিস্থিতিতে যেন আপনাকে আর না পড়তে হয় সে জন্য আজের এই পোস্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কি করে WhatsApp এর সকল তথ্য আপনি গুগল ড্রাইভে সিঙ্ক্রনাইজ করে রাখবেন।

1305894691274684331

তো চলুন শুরু করা যাক-

# সুরুতে আপনার WhatsApp অ্যাপটি ওপেন করুন, এবার Menu Button  থেকে Settings অপশনে তারপর  Chats and calls যেয়ে Chat backup অপশনে ক্লিক কররুন।

drive_whatsapp_n6_double-keep-whatsapp-data-safe

# ঠিক কখন কখন ব্যাকআপ রাখতে চান সেটি নির্বাচন করুন এবং ব্যাকআপ টু গুগল ড্রাইভ সিলেক্ট করুন।

# ঠিক তারপরেই আপনাকে জিমেইল সিলেক্ট করার জন্য জিজ্ঞেসা করা হবে, সেটি করুন।

# এবার নেট কানেকশন নির্বাচন করে ব্যাকআপ করে নিন। এবং আপনার দেয়া সময় মতো গুগল নিজেই তারপর থেকে অটো ব্যাকআপ রাখবে।

*** এখন কথা হল আপনার ব্যাকআপ করা ফাইল বা ডাটা গুলা গুগল থেকে রিস্টোর করবেন কিভাবে?-

# আপনার ব্যবহৃত সেই একই ইমেইল আইডি পুরনায় অ্যাড করুন যেটা ব্যাকআপ রাখার সময় ব্যবহার করেছিলেন।

# এবার পুনরায় WhatsApp রিইন্সটল করুন। আপনার ফোন নাম্বার সঠিক ভাবে ভেরিফাই হবার পর তারা আপনার কাছে জিজ্ঞাসা করবে যে, আপনি পুনরায় ব্যাকআপ রিস্টোর করতে চান কিনা।

# যদি করেন তবে তারপর কিছু সময় দিন। এবার দেখুন আপনার সকল ছবি, চ্যাট ম্যাসেজ, ইত্যাদি ডাটা রিস্টোর হয়ে গেছে।

নোটঃ বর্তমানে নতুন এই ফিচারটি শুধুমাত্র 2.12.303 তম ভার্সনে কাজ করছে। যাদের কাছে এই ভার্শনটি নেই তারা চাইলে গুগল প্লে বা এখানে যেয়ে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।

The post কিভাবে “WhatsApp” এর সকল তথ্য গুগল ড্রাইভে সেভ করবেন? সমাধান! appeared first on Answerglobe.


Viewing all articles
Browse latest Browse all 778

Trending Articles