Quantcast
Channel: Answerglobe
Viewing all articles
Browse latest Browse all 778

কিবোর্ড শর্টকাট যা সকল ব্রাউজারে কাজ হবে

$
0
0
about_3

অনেক সময় কাজের মধ্যে ব্রাউজারের পাঁচ-ছয়ের বেশি ট্যাব খোলা হয়। মাউসের সাহায্যে এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। তবে কি-বোর্ড শর্টকাট জানা থাকলে সহজেই ট্যাব পরিবর্তন করা যায়। এর জন্য Ctrl+1-2এখানে ‘2’ এর স্থানে যে ট্যাবের নম্বর দেয়া হবে সেই ট্যাব চালু হবে। উদাহরণ স্বরূপ যদি ৬ নম্বর ট্যাবে যেতে হয় ‘Ctrl+1-6’ টাইপ করতে হবে।

সর্বশেষ ট্যাব যেতে হলে Ctrl+9 এ যেতে চাপতে হবে। নতুন ট্যাব চালু করতেCtrl+T চাপতে হবে।লিংকে নতুন একটি ব্রাউজার উইন্ডোতে ওপেন করতে Shift+Left চাপতে হবে।

Ctrl এবং +ক্লিক  যেকোনো ওয়েব পেইজ জুম করা যাবে। চাইলে Ctrl এবং মাউসেস্ক্রল উপরের দিকে করে জুম করা যাবে। জুম আউট করতে Ctrl এবং – এবং  Ctrlএবং মাউসের স্ক্রল নিচের দিকে নিতে হবে।

ওয়েব ব্রাউজারের ডিফল্টভাবে যতটুকু জুম ছিল ততটুকু ফিরিয়ে আনতে Ctrl+0চাপতে হবে। পুরো পর্দা বা ফুল স্ক্রিন মোডে যেতে F11 ক্লিক করতে হবে।

কোনো কিছু সার্চ করতে ওয়েব ব্রাউজারে গিয়ে Ctrl+K বা Ctrl+E লিখে সার্চকরতে পারবেন।

অফিস বা বাসায় অনেক সময় ব্রাউজিং হিস্টোরি মুছে ফেলা প্রয়োজন হয়। সেক্ষেত্রে হিস্টোরি মুছে ফেলার জন্যে Ctrl+Shift+Del চাপলে ওই অপশনটি দেখাবে।

 


Viewing all articles
Browse latest Browse all 778

Trending Articles