Quantcast
Channel: Answerglobe
Viewing all articles
Browse latest Browse all 778

এক ক্লিকে সকল ড্রাইভ রিফ্রেশ করুন ও সি ড্রাইভের জায়গা বাড়ান

$
0
0

সবাইকে আমার সালাম, কেমন আছেন আপ্নারা?

আজকে আমি আপনাদের জন্য খুব দরকারি একটি পোস্ট নিয়ে এসেছি। আমদের অনেকের কম্পিউটার খুব ধীরে গতিতে কাজ করে বিশেষ করে RAM কম থাকলে। শুধু যে RAM তা নয় আরও অনেক কারন রয়েছে পিসি স্লো হওয়ার। কিন্তু SLOW হওয়ার পর তেমন ভাল করে আগের মত কাজ করতে পারিনা। অনেকেই শুধু এর জন্য RUN এ গিয়ে TREE লিখে ENTER করি। কিন্তু আপনি চাইলে শুধু একটি CLICK ই আপনার কম্পিউটারের সকল DRIVE REFRESH করতে পারেন।এজন্য নিচের লেখা গুলো নোটপ্যাড এ গিয়ে PAST করে save as  এ গিয়ে Refresh Drive.bat নামে save করুন।তার পর save করা ফাইল এ গিয়ে ক্লিক করলেই আপনার সকল ড্রাইভ refresh হবে মাত্র একটি ক্লিকেই।

 

Echo off

cd/

tree

C:

tree

D:

tree

E:

tree

F:

tree

 

refersh-drive-by-one-click

বি.দ্র. : উপরে ৪ টি ড্রাইভ দেয়া হয়েছে যদি আপনার পিসি তে আরো ড্রাইভ থাকে  তাহলে tree এর নিচে লিখুন আপনার ড্রাইভ এর নাম(G/H/I) তারপর tree  লিখে সেভ করুন । যেকোনো নাম দিলেও হবে শুধু .bat দিতে হবে।

 

এছাড়া কম্পিউটার আরও দ্রুত করতে এবং C drive এর জায়গা বাড়াতে এই পদ্ধতি অনুসরন করুন-

RUN এ গিয়ে টাইপ করুন- temp এরপর ENTER দিন। একটা ফোল্ডার ওপেন হবে সেখানে সব ফাইল সিল্কেট করে ডিলেট করে দিন। আবার RUN গিয়ে লিখুন %TEMP% এবং enter দিন।আরেটি ফোল্ডার ওপেন হবে সেখানে সব ফাইল সিল্কেট করে ডিলেট করে দিন কিছু ফাইলে ডিলেট হবেনা সেগুলো skip করুন।তারপর আবার RUN এ গিয়ে লিখুন Prefetch এবং enter দিলে এডমিনিস্ট্রেটর পারমিশন চাবে।ভয় পাওয়ার কারন নেই, CONTINUE তে ক্লিক করে সকল ফাইল ডিলেট করে দিন, এগুলোও অদরকারি ফাইল।

u-dont-have-permission

সবশেষে Recyle bin থেকে সব ডিলেট করে দিন।তাছাড়া কম্পিউটারের ডেস্কটপে shortcut ফাইল ছাড়া কোনো বড় ফাইল থাকলে তা অন্য drive এ সরিয়ে রাখুন। downloads এবং document ফোল্ডারে যথাসম্ভব কম ফাইল রাখুন।সপ্তাহে একবার C drive এর Disk fragment করুন এতে আপনার Hard disk অনেক শক্তিশালী হবে এবং অনেকদিন বাচবে।

 

এই পদ্ধতিগুলো অনুসরন করলে আপনি সি ড্রাইভের প্রায় ৭ গিগাবাইটেরও বেশি জায়গা খালি করতে

পারবেন।

 

কোনো সমস্যা হলে জানাবেন। সবাইকে ধ্ন্যবাদ।


Viewing all articles
Browse latest Browse all 778

Trending Articles