Quantcast
Channel: Answerglobe
Viewing all articles
Browse latest Browse all 778

যে ফোনগুলিতে দু’মাস পর WhatsApp কাজ করবে না- জেনে নিন

$
0
0

৩১ ডিসেম্বরের পর থেকে কয়েকটি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই অ্যাপটির জন্য যে লেটেস্ট প্রযুক্তি ও সিকিউরিটির প্রয়োজন, সে অপারেটিং সিস্টেম তা দিতে সক্ষম নয়। তাই এই সেটগুলোতে আর হোয়াটসঅ্যাপও রাখা সম্ভব নয়। ফেব্রুয়ারি মাসেই এক বিবৃতিতে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের অ্যাপকে ভবিষ্যতে আরও বাড়ানোর মতো কোন প্রযুক্তি এই ডিভাইসগুলিতে নেই। তাই এই ডিভাইসগুলিতে WhatsApp চালু রাখতে চাইলে ৩১ ডিসেম্বরের মধ্যেই সিস্টেম আপগ্রেড করতে হবে।

জেনে নিন, যে অপারেটিং সিস্টেমগুলিতে ৩১ ডিসেম্বরের পর থেকে আর WhatsApp কাজ করবে না-
১. Nokia S40
২. iPhone 3GS/iOS 6
৩. Nokia Symbian S60
৪. Android 2.1 and Android 2.2
৫. Windows Phone 7.1
৬. ব্ল্যাকবেরি ওএস এবং ব্ল্যাকবেরি ১০ 


Viewing all articles
Browse latest Browse all 778

Trending Articles