হ্যলো বন্ধু আমি তাজমুল ,স্বাগতম এনসারগ্লোভ প্রযুক্তি ব্লগে, এই পোষ্টটিতে পোস্ট টিতে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে একটি এসইও (SEO) ফ্রেইন্ডলি পোস্ট লিখবেন , এবং অবশ্যই একটি ভাল এবং মান সম্পূর্ণ পোস্ট বা আরটিকেল লিখবেন তা নিয়ে যতটুকু আমাকে দিয়ে হয় আমি চেস্টা করবো
একটি সুন্দর পোস্ট কিভাবে লিখবেন ?
একটি সুন্দর পোস্ট কিভাবে লিখেবন জানেন ? আপনার পোস্টটি তখনি প্রকিত পক্ষে একটি সুন্দর এবং ফ্রেইন্ডলি পোস্ট হবে যখন আপনার পোস্টটির পাঠকগন খুব সহজ ভাবে বুঝতে পারে , যেমন আমি পাঠক হিসেবে সুন্দর এবং গুছিয়ে লিখা পোস্ট গুলি পরতে পছন্দ করবো , একটা পোস্ট জেই বিষয়ের উপর লেখা হবে পোস্টটির ভিতরে জেনো সেই বিসয়টির উপরেই ফোকাস করে লিখা হয় ।
পোস্ট লিখার জন্য আরেকটা জরুরি বিসয় হলো এইটা জানা , আপনি কোন বিসয় নিয়ে লিখতে পছন্দ করেন , কারন আমরা জেই বিসয়টি নিয়ে কিছু করতে ভাল লাগে সেই বিসয়টিতে আমরা নিখুত ভাবে কাজ করতে পারি , যার ফলে আপনার লিখাতেও মন বসবে আর ভাল ভাল আইডিয়া মাথায় আসবে । জা আপনার পোস্ট গুলিকে অন্যদের থেকে আলাদা করবে ।
পোস্ট গুলি এমন ভাবে লিখার চেস্টা করবেন জেনো আপনি পাঠকের সাথে কথা বলছেন , এবং তাকে বুঝিয়ে বলছেন খুটিনাটি বিসয় গুলি ।
কিভাবে একটি পোস্টকে এসিও (SEO) ফ্রেইন্ডলি করে তুলবেন
একটি SEO ফ্রেইন্ডলি পোস্ট লিখতে নিচের ধাপ গুলি অনুসরন করুন
ইউনিক পোস্ট
SEO ফ্রাইন্ডলি পোস্ট লিখার জন্য আপনার পোস্টটি অবস্যই ইউনিক হতে হবে , ইউনিক পোস্ট না হলে আপনি গুগল মামা বা অন্যান্য সার্চ ইঞ্জিনের কাছে ধরা খেয়ে জাবেন সাস্তি সরুপ সার্চ রেসাল্টে প্রথম ১০ থেকে ১৫ টি পোস্টের আগে আপনার পোস্টটি খুজে পাবেন না ,
সঠিক পোস্ট টাইটেল নির্বাচন
প্রতিটি পোস্ট লিখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পোস্টের টাইটেল ঠিক করা । আপনার টাইটেলটি আপনার পোস্টের বাহক , একটি লাইনের মাঝে আপনাকে আপনার সম্পূর্ণ পোস্ট টি কাভার করতে হবে । পোস্ট টির টাইটেল দেখে যেনো পাঠক আকৃষ্ট হয় ।
আমাদের মাঝে অনেকেই খুব বরো বরো করে অথবা খুব ছুট করে টাইটেল লিখেন , আসোলে এই ব্যপারটা SEO এর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে । এক কথায় আপনার টাইটেলের মাঝে সম্পূর্ণ পোস্টটিকে এক লাইনের মাঝে উপস্থাপন করতে হবে
জখন আপনি কোন বরো আর্টিকেল লিখবেন তখন অবস্যই টাইটেল ট্যাগ ব্যবহার করবেন , টাইটেল ট্যাগের মাধ্যমে আপনি আপনার পোস্ট টিকে সাজিয়ে তুলতে পারবেন , এবং আপনার পোস্টের বিসয়বস্তূ গুলি আলাদা আলাদা সাব ক্যটাগরিতে উপস্থাপন করতে পারবেন । এতে আপনার পোস্টটি সার্চ রেসাল্টে আরো ভাল ফলাফল দিবে
ইমেজ ব্যাবহার ও SEO অপটিমাইজেশন
ইমেজ একটি গুরুত্যপুরন্য বিসয় ব্লগ পোস্ট লিখার জন্য , একটি পোস্ট এর ভিতর ইমেজ অথবা ছবির সঠিক ব্যবহার সার্চ ইঞ্জিনে ভাল ফল দিতে পারে । একটি পোষ্ট এর সাথে জেই ইমেজটি ব্যবহার করবেন সেই ইমেজটি অবস্যই পোস্ট রিলেটেড হতে হবে । এতে আপনার পোস্ট অনেক প্রোফেসনাল দেখাবে,ভিসিটর ফ্রেন্ডলি হবে।
যদি সম্ভব হয় নিজে ইমেজ তইরি করে এটাচ করবেন , আর না হয় গুগল থেকে নিয়ে ইমেজটিতে কিছুটা পরিবর্তন এনে ব্যবহার করুন ।
ইমেজটিকে SEO ফ্রেইন্ডলি করে তুলতে এবং সার্চ রেসাল্টে ভাল ফল পেতে , ইমেজে টাইটেল টেক্সট এবং Alt ট্যগ জুক্ত করে নিন , টাইটেল টেক্সট হিসেবে আপনার ব্লগ পোস্ট টাইটেল ব্যবহার করতে পারেন আর alt ট্যগ হিসেবে ইমেজটি বা ফটো সম্পর্কে কিছু কীওয়ার্ড লিখুন ।
পোস্ট ইউরিয়াল URL নির্বাচন
সঠিক ইউড়িয়াল নির্বাচনে সার্চ ইঞ্জিনে সবসময় ভাল ফল পাওয়া যায় , সবসময় আপনার পোস্ট ইউরিয়াল্টি টাইটেলের সাথে মিলিয়ে রাখবেন , যেমন
একটি পোস্ট এর টাইটেল ঃ How To Optimize Blogger Posts For Better SEO
পোস্টটির লিংক বা URL : /optimize-blogger-posts-for-better-seo
আসা করি এই টিপস গুলি আপনার কাজে লাগবে এবং একটি সুন্দর এবং SEO ফ্রেইন্ডলি পোস্ট লিখতে সাহায্য করবে –ব্লগার তাজমুল
The post একটি এসইও (SEO) ফ্রেইন্ডলি এবং মান সম্পুন্য পোস্ট লিখার চাবিকাঠি appeared first on Answerglobe.