Quantcast
Channel: Answerglobe
Viewing all articles
Browse latest Browse all 778

শর্টকাট ভাইরাস থেকে চিরমুক্তি

$
0
0
untitled-1

আজকাল এক ধরণের নতুন ভাইরাসের আগমণ ঘটেছে। না, এটি মানবদেহের জন্য ক্ষতিকর কোন ভাইরাস নয়। এটি ল্যাপটপ, কম্পিউটার ও পেনড্রাইভের জন্য ক্ষতিকর একটি ভাইরাস। এর নাম শর্টকাট ভাইরাস। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই মোটামুটি এর সঙ্গে পরিচিত এবং এর জ্বালাতনে অতিষ্ঠপ্রায়।  অবশ্য মজার ব্যাপার হচ্ছে, আমরা একে ভাইরাস হিসেবে চিনলেও এটি আসলে কোন ভাইরাস নয়। এটি একটি “VBS Script”।

যাই হোক, আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনার ইলেক্ট্রনিক গ্যাজেট থেকে শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভ করবেন।

আক্রান্ত কম্পিউটার থেকে শর্টকাট ভাইরাস দূর করতে যা করতে হবে –
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত। শুধু তাই নয়, এবার অন্য কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাসও আর আপনার কম্পিউটারে ঢুকবে না।

আক্রান্ত পেনড্রাইভ থেকে শর্টকাট ভাইরাস দূর করতে যা করতে হবে –
১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
২. এবার cmd তে যান।
৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)
৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
৫. কোডঃ attrib -s -h /s /d *.*
৬. ইন্টার কী চাপুন।
৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
এবার আপনি নিশ্চিন্ত। আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত হয়ে গেছে।

আরেকটি কথা, আপনার কম্পিউটার হয়তো এখনো শর্টকাট ভাইরাসে আক্রান্ত হয় নি। কিন্তু অচিরেই যে হবেনা তারতো কোন নিশ্চয়তা নেই। তাই আগেই জেনে নিন কিভাবে নিজের কম্পিউটারকে শর্টকাট ভাইরাসমুক্ত রাখবেন। এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে –
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
এবার আর কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আপনার কম্পিউটারে ঢুকবে না।

The post শর্টকাট ভাইরাস থেকে চিরমুক্তি appeared first on Answerglobe.


Viewing all articles
Browse latest Browse all 778

Trending Articles