আপনার কোনও বন্ধু বা পরিচিত কি হোয়াটস অ্যাপে আপনাকে কোনও কারণে ব্লক করে দিয়েছেন? ভুল বোঝাবুঝি মেটানোর জন্য আপনি হয়তো চাইছেন সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু ব্লক়়ড হয়ে থাকার কারণে তা সম্ভব হচ্ছে না। কীভাবে এই অবস্থা থেকে মুক্তি মিলবে? কীভাবে হোয়াটস অ্যাপে আনব্লক করবেন নিজেকে? জেনে নিন সেই কৌশল সহজ ৬টি ধাপে।
১। প্রথমেই নিজের হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টটিকেই ডিলিট করে দিন। এর জন্য সেটিংস থেকে অ্যাকাউন্ট হয়ে ডিলিট মাই অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করুন।
২। এরপর গুগল প্লে-তে গিয়ে নিজের মোবাইল থেকে হোয়াটস অ্যাপ আনইনস্টল করে দিন।
৩। গুগল প্লে স্টোর থেকেই হোয়াটস অ্যাপ আবার ইনস্টল করুন, অর্থাৎ রিইনস্টল করুন।
৪। এবার নিজের পুরনো অ্যাকাউন্টের নাম্বারটিই দিয়ে নাম্বার ভেরিফিকেশন পর্বটি সেরে নিন।
৫। এরপর আপনার ফোনের কনট্যাক্টগুলিকে হোয়াটস অ্যাপের সঙ্গে সিংক করিয়ে নিন।
৬। আপনার কাজ শেষ। এইবার হোয়াটস অ্যাপ খুলুন। দেখবেন, যাঁরা আপনাকে ব্লক করে দিয়েছিলেন তাঁদের প্রোফাইল পিকটি যথাযথ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি আনব্লকড হয়ে গিয়েছেন। এবার চাইলেই আপনি তাঁদের মেসেজ বা ভয়েস কল করতে পারবেন।
The post কীভাবে হোয়াটস অ্যাপে আনব্লক করবেন নিজেকে appeared first on Answerglobe.