দীর্ঘ দিনপর আবারো এন্সার গ্লোব এর নতুন করে পথচলায় অনেক অনেক সুভকামনা – ব্লগার তামুল । আজকে আপনাদের জন্য আমার নতুন একটি পোস্ট ।
পিপিডি সাইট কি ? কিভাবে পিপিডি সাইট থেকে উপার্জন করবেন ?
PPD সাইট হলো ফাইল সেয়ারিং সাইট , যেমন ড্রপ বক্স , গুগল ড্রাইভ । কিন্তু ড্রপ বক্স বা গুগল ড্রাইভ ফাইল আপলোড বা ডাওনলোডের জন্য প্যে করে থাকে না । কারন তারা আপনার ফাইল ডাওনলোডের ক্ষেত্রে কোন রকম বিজ্ঞাপন প্রকাশ করে না । এই সাইট গুলি মুলত আপনাকে নির্দিষ্ট পরিমান স্টোরেজ দিয়ে থাকে আপনার ফাইল গুলি সংরক্ষণ করে রাখার জন্য ।
কিন্তু PPD সাইট গুলিতে আপনি কোন ফাইল আপলোড করার পর আপনাকে ডাওনলোড লিঙ্ক দিবে । সেই ডাওনলোড লিঙ্ক গুলিতে যখন কেও ঢুকবে এবং আপনার ফাইল্টি ডাওনলোড করবে তখন আপনি নির্দিষ্ট পরিমান টাকা পাবেন প্রতিটি ডাওনলোড এর জন্য । তারা আপনাকে কোন ফাইল ফ্রিতে আপলোড করতে দিবে আবার তা ডাওনলোড করার জন্য আপনাকে পে করবে কেনো ? কারনটা খুব সহজ । যখন কেও আপনার ফাইল্টি ডাওনলোড করবে তখন তাদের সাইটে ভিজিট করতে হবে ডাওনলোড করার জন্য । ডাওনলোড করতে গিয়ে ভিজিটর তাদের সাইটের বিজ্ঞাপন গুলি দেখবে । আর সেই বিজ্ঞাপন থেকে আয় হওয়া ক্ষুদ্র একটি অংশ আপনাকে দিবে PPD সাইট গুলি। কিন্তু তা আপনার জন্য অনেক হতে পারে ।
PPD এর মানে Pay Per Download অর্থাৎ আপনার আপলোড করা ফাইল্টি যখন কেও ডাওনলোড করবে তার জন্য আপনাকে নির্দিষ্ট একটি এমাউন্ট পে করে থাকবে । এমাউন্ট কত হবে তা নির্ভর করে পিপিডি সাইট গুলির উপর ।
PPD সাইট থেকে কিভাবে উপার্জন করবেন ?
আপনাকে PPD সাইট গুলি থেকে আয় করতে হলে প্রথমত PPD সাইট গুলিতে রেজিস্ট্রেসন করতে হবে এবং তার পর আপলোড করতে হবে । আপলোডতো হয়ে গেলো এখন এইটা ডাওনলোড করবে কে ? কারন ডাওনলোড না হলেতো আপনি কোন প্রফিট পাচ্ছেন না ।
তাই আপনাকে আপনার নিজের অথবা বিভিন্য জনপ্রিয় ওয়েবসাইট গুলিতে PPD সাইটে আপলোড করা ফাইল্টির ডাওনলোড লিংক সংযুক্ত করতে হবে ।
যেমন আপনি প্রযুক্তি সম্পর্কিত ব্লগে একটি সফটওয়্যার/এপ্লিকেশন নিয়ে কিছু লিখলেন সেখানে সফটওয়্যার/এপ্লিকেশন টি এটাচ করার প্রয়জন পরলো তখন আপনি PPD সাইটে সফটওয়্যার বা এপ্লিকেশন টি আপলোড করে ডাওনলোড লিংকটি পোস্টএর সাথে সংজুক্ত করে দিতে হবে যার ফলে ওইপোস্টটির পাঠক গন ডাওনলোড করবে আপনার লিংকটি থেকে ।
প্রশ্ন ঃ শুধু কি সফটওয়্যার বা এপ্লিকেশন আপলোড করা যাবে ? উত্তর ঃ না , আপনি যেইকোন ধরনের ফাইল আপলোড করতে পারবেন ,
আমার মতে PPD সাইটগুলি থেকে ভাল ইনকাম করতে হলে বিভিন্য ডাওনলোড ভিত্তিক ওয়েবসাইটের সাথে লিংক জুক্ত করতে হবে , যেমন মুভি , গান , সফট্যার , গেইম ইত্যাদি ওয়েবসাইটগুলি থেকে। কারন এইসব কনটেন্ট ভিত্তিক সাইটগুলি থেকেই সবচাইতে বেসি ডাওনলোড হয় । অর্থাৎ জত বেসি ডাওনলোড ততো বেসি আয় ।
কিভাবে আপলোড করবেন ? কোথায় আপলোড করবেন ?
BDupload – আয় করুন বিডিআপলোড থেকে
আরেকটা অস্থির ফিচার হলো আপনার ফাইল ইনেক্টিভ থাকলেও ডিলিট করা হবে না ।
আপনি সরাসরি বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা তুলতে পাড়বেন ।
আছে রিমোট আপলোডের সুভিধা , রিমোট আপলোড কি ? ধরুন আপনি একটি ১জিবির ফাইল আপলোড করবেন কিন্তু তাতে তো প্রচুর সময় ব্যয় হচ্ছে , এই ক্ষেত্রে যদি আপনি চান তাহলে ফাইল্টির অন্যকোথাও থেকে ডাওনলোড লিংকটি বিডিআপলোড সাইটের আপলোড অপশনে গিয়ে রিমোট URL আপলোড অপশনে জেতে হবে , তারপর কপি করা ডাওনলোড লিঙ্কটি পেস্ট করে আপলোড দিতে হবে । এতে দ্রুত আপনার ফাইল্টি আপলোড হয়ে যাবে ।
- Unlimited Storage
- Unlimited Downloads
- Unlimited Upload
- Unlimited Download Speed
- Files Never Removed
Userscloud.com ইউসারক্লাউড ডট কম থেকে আয় করুন
- Unlimited Storage
- Unlimited Downloads
- Unlimited Upload
- Unlimited Download Speed
- Files Never Removed
The post পিপিডি সাইট কি ? কিভাবে পিপিডি সাইট থেকে উপার্জন করবেন ? appeared first on Answerglobe.